৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

ম্যাচ জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে পিএসজি

Advertisement

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লেঁসের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়িয়েছে প্যারিস জায়ান্ট পিএসজি। বুধবার রাতে অ্যাঞ্জার্সের বিপক্ষে পিএসজি জিতেছে ২-০ গোলে। বিশ্বকাপের পর প্রথমবারের মতো মাঠে নেমে গোল পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বিশ্বকাপে ‘গোল্ডন বুট’ বিজয়ী কিলিয়ান এমবাপ্পে ছিলেন না এই ম্যাচে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন ব্রাজিলীয় নেইমার। ঘরের মাঠে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পিএসজির। নর্দি মুকিয়েলের দারুণ পাসে ম্যাচের পঞ্চম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন হুগো একিটিকে। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৭২তম মিনিটে গোল করেন মেসি। ডান পায়ের আলতো ছোঁয়ায় গোলটি করেন তিনি। এই গোলটিরও জোগানদাতা ছিলেন মুকিয়েলে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্টাফ গালতিয়েরের দল। এই জয়ের ফলে ১৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেঁসের পয়েন্ট ৪১।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement