বিশ্ব-ফুটবলের কিংবদন্তি দিয়াগো ম্যারবডোনার সাথে নিজেকে কখনোই তুলনা করতে চান না মেসি। মানুষ তাকে ম্যারাডোনার সাথে তুলনা করলেও তিনি চান না সেটা। বিশেষ করে কোপা জয়ের পর তাকে সবাই ম্যারাডোনার সাথে তুলনা করা শুরু করেছে। অবশ্য অনেকই এই তুলনার ঘোর বিরোধী। তবে মেসি এ ব্যাপারে কি ভাবেন তা দুনিয়ার সামনে তুলে ধরেছেন ম্যারাডোনার ছেলে সিনাগ্রা। তিনি বলেন, ম্যারাডোনার সাথে নিজের তুলনা কখনোই স্বাচ্ছন্দবোধ করেন না মেসি।
আর্জেন্টিনার ক্রীড়া-ভিত্তিক গণমাধ্যমে এক সাক্ষাতকারে ম্যারাডোনা জুনিয়র বলেন, দিয়াগো আর মেসি দুজন আলাদা মানুষ তারা দুজনই নিজেদের জায়গায় সেরা। যারা আসলে ফুটবল বোঝে না তারাই মেসির সমালোচনা করে। বাবার সাথে তুলনা করায় মেসিকে অনেক সময় অনেক সমস্যায় পড়তে হয়েছে, আমি মেসিকে প্রচণ্ড ভালোবাসি। বিশ্ব ফুটবলের ইতিহাসে তার মত কেও নেই। তবে দেশের হয়ে শিরোপা জেতায় এখন মেসিকে বেশ সুখী মনে হচ্ছে।
বাবাকে স্মরণ করে সিনগ্রা বলেন, বাবাকে প্রচণ্ড মিস করি তার সব স্মৃতি খুব বেশি মনে পড়ে আমার।দেশের জার্সির প্রতি ভালোবাসাই তার সাথে আমার সম্পর্ক ঘনিষ্ঠ করেছে।