১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

যমজ সন্তানের বাবা হলেন বোল্ড

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ পাওয়া গেলো বিশ্বের দ্রুততম মানব উইসেন বোল্ড যমজ পুত্র সন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী কাসিবেনেট তার ফেসবুক পেইজে এমনই একটি ছবি পোস্ট করে লিখেছেন, তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সব থেকে সেরা বাবা। আমরা প্রত্যেকে তোমায় ভালবাসি।

এ্যাথলেটিক্স টার্ফে নিজের গতিতে বিশ্ব মাতানো উইসেন তার সন্তানদের নাম রেখেছেন থান্ডার বোল্ট ও সেন্ট লিও বোল্ট। বোল্টের নিজের ফেসবুক পেজে পোস্ট করে একটি স্ট্যাটাসে তিনি লেখেন আমার দুই যমজ ছেলের নাম থান্ডার বোল্ট ও সেন্ট লিও বোল্ট। দুই সন্তানের আগে তার মেয়ে সন্তানের নাম রেখেছেন তিনি অলিম্পিয়া। অলিম্পক গেমসে টানা তিনবার ১০০ও ২০০ মিটার দৌড়ে স্বর্নজয়ী একমাত্র এ্যাথলেট তিনিই।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement