২৭ জুলাই, ২০২৪, শনিবার

যুক্তরাষ্ট্রে ধ্বংসস্তূপ থেকে ৯৭ জনের লাশ উদ্ধার

Advertisement

যুক্তরাষ্ট্রে ভবন ধসে ধ্বংসস্তূপ থেকে ৯৭ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। তবে নিখোঁজ হওয়া একজনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়নি। স্থানীয় সময় গত ২৪ জুন রাতে, মিয়ামির সাগর তীরবর্তী সার্ফসাইড এলাকায় চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ১৫৬ ইউনিটের ১২তলা অ্যাপার্টমেন্টের বড় একটি অংশ ধসে পড়ে। উক্ত ঘটনার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়েছিলেন।

তবে কী কারণে ভবনটির একটি অংশ ধসে পড়লো এ ব্যপারে এখনও পর্যন্ত তেমন কোন তথ্যই পাওয়া যায়নি। ২০১৮ সালে প্রকৌশলীদের করা একটি নিরীক্ষা প্রতিবেদনে ৪০ বছরের পুরনো ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে কাঠামোগত ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

১৯৮১ সালে নির্মিত ভবনটি ধসে যাওয়ার আগে সংস্কারকাজ চলমান ছিল বলেও স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন কর্মকর্তারা। বিভিন্ন রকমের ভারি যন্ত্রপাতি ব্যবহার করে কুকুর, ক্যামেরা, ইনফ্রারেড স্ক্যানারের মাধ্যমে গত এক মাস ধরে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিত মানুষ খুঁজে বের করার চেষ্টা করছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement