১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে ৬ বছরের ছাত্র গুলি করল শিক্ষককে

Advertisement

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছয় বছর বয়সী একজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে বন্দুক নিয়ে গিয়ে শিক্ষককে গুলি করেছে। নিউপোর্ট নিউজ পুলিশের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, অভিযুক্ত শিশু ‘ফার্স্ট গ্রেডের’ শিক্ষার্থী। স্থানীয় সময় গতকাল শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে এ গুলির ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। গুলিবিদ্ধ নারী ৩০ বছর বয়সী। বর্তমানে তার প্রাণ সংশয়ে রয়েছে।

ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের পুলিশ প্রধান স্টিভ ড্রিউ সাংবাদিকদের বলেছেন, গুলিবিদ্ধ শিক্ষকের অবস্থার উন্নতি হচ্ছে। ওই শিশু শ্রেণিকক্ষে হ্যান্ডগান নিয়ে এসেছিল। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, গুলি করার ঘটনাটি কোনো দুর্ঘটনা নয়। শিশুটি বন্দুক কোথায় পেয়েছে, সেই তথ্য বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

কর্তৃপক্ষ ছেলেটির মা-বাবার সঙ্গে যোগাযোগ করেছিল কি না, সে বিষয়ে স্টিভ ড্রিউ কিছু বলেননি। তবে তিনি শুধু বলেছেন, পুলিশ বিভাগ বিষয়টি দেখছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement