বিখ্যাত কেউ না হলেও আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ফেসবুক অ্যাকাউন্টকে ভেরিফায়েড করতে পারবেন আপনি নিজেই-
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিখ্যাত মানুষদের নামের পাশে সুন্দর একটি নীল-সাদা টিক চিহ্ন প্রায়ই দেখা যায়। সাধারণত অভিনেতা, সংগীতশিল্পী, রাজনীতিবিদ, লেখক ও ইনফ্লুয়েন্সারদের নামের পাশেই দেখা যায় এই “ভেরিফায়েড” চিহ্নটি।
তবে বিখ্যাত কেউ না হলেও আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ফেসবুক অ্যাকাউন্টকে ভেরিফায়েড করতে পারবেন আপনি নিজেই। আর এর জন্য আপনাকে ফেসবুকের কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। সঠিকভাবে সম্পন্ন করলে আপনার নামের পাশেও পেয়ে যাবেন কাঙ্খিত “ব্লু ব্যাজ” চিহ্নটি।
১. প্রথমে “হেল্প এন্ড সাপোর্ট” অপশনে যেতে হবে।
২. এবার “সার্চ বারে” ব্লু ব্যাজ লিখে সার্চ দিলেই ফেসবুক জানতে চাইবে আপনি আপনার অ্যাকাউন্ট বা পেইজটি ভেরিফায়েড করতে চাচ্ছেন কি-না। চাইলে ক্লিক করুন।
৩. এরপর “পেইজ বা প্রোফাইল” অপশন থেকে যে কোনো একটি নির্বাচন করুন।
৪. আপনার দেশ নির্বাচন করুন।
৫. এরপর নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করুন।
৬. আপনার ব্যক্তিগত পরিচয়পত্র যেমন- জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি যে কোনোটির স্ক্যান কপি নির্দিষ্ট স্থানে আপলোড করুন।
৭. কেন আপনি নির্ধারিত বক্সে ভেরিফাই করতে চাচ্ছেন তা উল্লেখ করুন।
৮. আপনার অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট যেমন– ইন্সটাগ্রাম, টুইটার, লিংকড ইন ইত্যাদির লিংকগুলো জমা দিন।
৯. এবার “সেন্ড” ক্লিক করে তথ্যগুলো সাবমিট করুন।
১০. সাবমিট হয়ে যাবার পর ফেসবুক আপনার আবেদনের অবস্থা জানিয়ে দেবে। এবং সব তথ্য সঠিক থাকলে আপনার অ্যাকাউন্টিও ভেরিফায়েড হয়ে যাবে।