কোপায় আর্জেন্টিনা আর ইউরোতে ইতালি এবারের আসরে তারাই সেরা। এই টুর্নামেন্ট দুটি নিয়ে কম মাতামাতি করেনি দেশের মানুষ। মেতেছিলেন ফুটবলার ও ফুটবলের কর্মকর্তারাও। এখনও রেশ কাটেনি, বাফুফে ভাবনে তাই সাংবাদিকদের সাথে আড্ডায় মেতেছিলেন বাফুফের বস কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন এই মুহূর্তে ইতালিই বিশ্বরের সেরা দল আর ইংল্যান্ডের সম্পর্কে বলেছেন তাদের মধ্যে কোন ঘাটতি নেই।
সালাউদ্দিন বলেন আসলে যে দেশের লিগ যতবেশি শক্তিশালী, সে দেশের ফুটবলের উন্নতি তত বেশি। তাহলে বাংলায় লিগ শক্তিশালী করা হয় না কেনো, এমন প্রশ্নের উত্তর দেননি কাজী সাহেব। এড়িয়ে গিয়ে বলেছেন একবার ইংল্যান্ডের দিকে তাকিয়ে দেখেন তারা এখন পর্যন্ত বিশ্বাকাপ ফুটবলের ফাইনাল খেলতে পারেনি। এবার ফুটবল ঘরে ফেরাতে চেয়েও হাতে তুলে দিয়েছেন রোমের।
কাজী সালাউদ্দিন বেশ ভক্ত আর্জেন্টিনার। ফাইনালের আগে ঘটা করেই আর্জেন্টিনার সাপোর্ট করেছেন তিনি। নিশ্চয়ই খুখি কারণ তার দল জিতেছে এবারের কোপা। এমন প্রশ্নের জবাবে