রংপুরের মিঠাপুকুর এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু হোসেন হত্যার ঘটনায় করা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার আসামিরা হলেন বুলু মিয়া (৪০), উজ্জ্বল মিয়া (২২) ও মোছা. স্বপ্না বেগম।
(১৯ সেপ্টেম্বর) সোমবার সকালে ঢাকা জেলার সাভার থানাধীন রেডিও কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০ এর একটি দল।
র্যাবের সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব জানান, রংপুর জেলার মিঠাপুকুর এলাকায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে গত ১৩ সেপ্টেম্বর বুলু মিয়া ও তার সহযোগীরা আবু হোসেনের ওপর অতর্কিত হামলা করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন আবু হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই ঘটনায় নিহত আবু হোসেনের পরিবার বাদী হয়ে মো. বুলু মিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩২। ওই মামলার প্রেক্ষিতে র্যাব হত্যায় জড়িত পলাতকদের গ্রেপ্তারে তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। (১৯ সেপ্টেম্বর) সোমবার সকালে সাভারের থানাধীন রেডিও কলোনি এলাকায় একটি অভিযান পরিচালনা করে মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা আবু হোসেন হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।