জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রক্ত ঝড়লো মিরাজের শরীর থেকে। নিজের অষ্টম ওভারে বল করতে গিয়ে ব্যাট ও বলে মাঝে আঙ্গুল পড়ে কেটে যায়। ওভার অসমাপ্ত রেখেই রক্তাত্ব অবস্থায় তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় মাঠ থেকে।
অষ্টম ওভারেরর শেষ বলে মাধেভেরে স্ট্রেইট ড্রাইভ খেলেন। অন্যদিকে নন স্ট্রাইকে থাকা ব্যাটার ডিওন মায়ার্স ব্যাট এগিয়ে রেখেছিলেন ব্যাট। মিরাজ ফিল্ডিং করতে গেলে বল ও ব্যাটের মাঝে পড়ায় আঙ্গুল কেটে রক্ত ঝড়তে থাকে।