২৭ জুলাই, ২০২৪, শনিবার

রাজকীয় প্রত্যবর্তন রোনালদোর

Advertisement

দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামলেন ক্রিস্চানিও রোনালদো। সেই ম্যাচে দল জিতলো ৪-১ গোলের ব্যবধানে। রোনলদোর পা থেকে আসলো গোল। ম্যাচে এমন ভাবে প্রত্যাবর্তনের পরেও রোনালদো বললেন, এমন ম্যাচের আগে নাকি দারুণ স্নায়ুচাপে ছিলেন তিনি! ম্যাচের যা পারফর্ম্যান্স, সেটাকে অবশ্য পর্তুগিজ এই কিংবদন্তি আখ্যা দিলেন ‘অবিশ্বাস্য’ বলেই।

এব্যাপারে শুক্রবার রোনালদো বলেছিলেন, শুক্রবার রাত থেকেই চাপ অনুভব করতে থাকেন তিনি। খেলতে নামার আগে যখন দেখলেন ৭৬ হাজার মানুষের চিৎকারে মিশে আছে তারই নাম, তখন সেটা বেড়ে গেল পাল্লা দিয়ে। রোনালদোর সরল স্বীকারোক্তি, ‘সত্যি বলছি, খুব চাপে ছিলাম। যোগ্য হিসেবেই এই দলে খেলছি আমি, সেটা প্রমাণ করতে হবে আমাকে; এ ভাবনাটা মাথায় ঘুরছিল শুক্রবার রাত থেকেই। সে চাপটা ছিল। মাঠে নামার পর থেকেই সমর্থকদের চিৎকার আরও চাপ বাড়িয়ে দেয়।’

রোনালদো বলছেন এত চাপে কখনোই ভাবিনি দলের হয়ে দুটি গোল করে ফেলবো। বললেন, ‘ভাবিনি দুটো গোল করে ফেলব। আমি ভাল খেলতে চেয়েছিলাম। চাপে থাকলেও কাউকে বুঝতে দিইনি। সমর্থকদের খুশি করতে পেরে গর্বিত।’

রোনালদো আরও বললেন, রোনালদো বললেন, ‘গোটা বিশ্বের ফুটবলের থেকে ইংল্যান্ডের ফুটবল যে একেবারে আলাদা তা আমিও মানি। এখানে এসে যে সম্মান আমি পেয়েছি তাতে আমি অভিভূত।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement