রাজশাহীতে থামছে না করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর মিছিল এবং সংক্রমণের হার। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে করোনায় শনাক্তের হার ৪০ শতাংশ।
রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।
সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতরা সবাই করোনা পজিটিভ রোগী ছিলেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে তিনজন ভারত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের রোগী। এছাড়া রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনা জেলার একজন করে করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২২ জনের । শনাক্তের হার ৪০ শতাংশ। সোমবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৩২ জন রোগী ভর্তি ছিলেন। এখানে বেড সংখ্যাও ২৩২টি।