দলের সাথে জিম্বাবুয়ে সফরে যেতে পারেননি রুবেল-শামীম। সেই কারণেই আজকের প্রস্তুতি ম্যাচে মাঠে নামা হয়নি তাদের। তবে ট্যাুর বাতিরের শঙ্কা জেগেছিলো তা কেটেছে ইতিমধ্যেই। সবকিছু ঠিক থাকলে আজ (বুধবার) দিবাগত রাত বৃহস্প্রতিবার ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের জিম্বাবুয়ের ফ্লাইট ধরবে রুবেল-শামীমরা। জিম্বাবুয়ে পৌঁছে সরাসরি দলের অনুশীলনে যোগ দিতে পারবে এই দুই ক্রিকেটার।
সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই ওয়ানডে সিরিজ শুরু হবে। ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ২৩ জুলাই থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।