রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন। গতকাল (০৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ (০৬ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে মারা যান তারা।
তবে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে রাজশাহী জেলার ৬ জন, নওগাঁ জেলার ৩ জন এবং নাটোর জেলার ১ জন রয়েছেন।
হাসপাতাল পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। তাছাড়া ৩, ১৪ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
পরিচালক আরও জানান, আজ (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৩৩ জন। যা এক দিন আগেও ছিল ১৪৫ জন।
চলতি সেপ্টেম্বরের এই ৬ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৪৭ জন। তার মধ্যে করোনায় ১৬ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ২৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় পাঁচজনের মৃত্যু হয়।