গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ১ জন পজিটিভ, ১ জন পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পর এবং ১০ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৬ জন রাজশাহীর (পজিটিভ ১, উপসর্গে ৫), চাঁপাইনবাবগঞ্জের ৩ জন (উপসর্গে ২, পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পর ১), নাটোরের ১ জন (উপসর্গে), নওগাঁয় ১ জন (উপসর্গে) পাবনায় ১ (উপসর্গে) জন। মৃতদের মধ্যে পুরুষ ৮ ও নারী ৪ জন।
রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৭ জন। এদের মধ্যে রাজশাহীর ৩৬, চাঁপাইনবাবগঞ্জের ৮, নওগাঁর ৮, নাটোরের ১২, পাবনার ১২, বগুড়ার ১ জন রয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে রামেক হাসপাতাল ছেড়েছেন ৬৪ জন।
তিনি বলেন, আজ রোববার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪০৫ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৮৫ জন। গতকাল শনিবার ভর্তি ছিলেন ৪৭৮ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর ৩১৮, চাঁপাইনবাবগঞ্জের ৪৬, নওগাঁর ৩৯, নাটোরের ৪৪, পাবনার ২০, কুষ্টিয়া ৮, চুয়াডাঙ্গা ২, জয়পুরহাট ১, সিরাজগঞ্জ ২, বগুড়া ২, নীলফামারী ১ ও মেহেরপুরের ২ জন রয়েছেন।
রামেক পরিচালক জানান, শনিবার রাজশাহীর দুই ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ১৮৬ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ৩৩.৮৩%, চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ২৯.৪৭%।