প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ২২ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান। রামেকে এটাই এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এর আগে গত ২৯ জুন হাসপাতালটিতে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ২২ জন মারা গেছেন।’
শামীম ইয়াজদানী জানান, মৃত ২২ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৬ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ১ জন, নওগাঁর ৫ জন ও ঝিনাইদহের ১ জন ছিলেন।
জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৫ জন।