রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আইসোলেশন ইউনিটে মারা গেছেন আরও ৬ জন। মৃত ৬ জনের মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যান ২ জন এবং করোনা উপসর্গে নিয়ে মারা যান ৪ জন। গতকাল (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে রাজশাহী ও নাটোর জেলার একজন করে মারা গেছেন। করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে নাটোর জেলার ২ জন, রাজশাহী ও নওগাঁ জেলার ১ জন করে। হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ জন।