রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছিল। গত ৪ জুন রামেকে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মৃত ১২ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন। অন্য ২ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। মারা যাওয়ার মধ্যে ৬ জন চাঁপাইনবাবগঞ্জের, ৩ জন রাজশাহীর, ১ জন মেহেরপুরের এবং ২ জন নাটোরের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩ জন। আজ সকাল ৬টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি ছিলেন ৩০৭ জন। অথচ শয্যা সংখ্যা ২৭১টি।