রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় ৬ জন, করোনার উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা নেগেটিভ হয়েও ১ জন মারা গেছেন। গতকাল (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আজ (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে মারা যান তারা। আগের ২৪ ঘণ্টায় মারা গিয়েছিল ৫ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছেন ৬ জন। তাদের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২ জন করে এবং নওগাঁ ও নাটোর জেলার ১ জন করে।
তাছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং কুষ্টিয়া জেলার ১ জন করে মারা গেছেন। তাছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর ১ জন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
চলতি (সেপ্টেম্বর) মাসের এই পাঁচদিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭ জন। তাদের মধ্যে করোনায় ১৬ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৫ জনের মৃত্যু হয়। গত আগস্ট মাসে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। তাদের মধ্যে করোনায় ১৫৪ জন ও করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।