৯ অক্টোবর, ২০২৪, বুধবার

রিয়াদের অবসরের সিদ্ধান্ত শতভাগ সঠিক: আশরাফুল

Advertisement

প্রায় ১৭ মাস পর টেস্টে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের জয়ে বড় অবদান রেখেই শেষ করেছেন নিজেদের টেস্ট ক্যারিয়ার। টেস্ট ক্রিকেট থেকে রিয়াদের এভাবে সরে যাওয়ার ভক্তরা মেনে নিতে না পারলেও ক্রিকেট সংস্লিষ্ট অনেকই বলছেন, তিনি সঠিক সময়য়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ দলের এক সময়কার তারকা ক্রিকেটার আশরাফুল বলছেন, রিয়াদের সিদ্ধান্ত একদমই সঠিক। গণমাধ্যমে দেখছি বিসিবির প্রেসিডেন্ট বলছে সে যেন দেশে এসে অবসরে যায়। তার জন্য আরেকটা ম্যাচ আয়োজনের কথাও নাকি ভাবছে কিন্তু নতুন ম্যাচের দুই ইনিংসে রিয়াদ যে শূন্য করে আউট হবে না তার গ্যারান্টি দিবে কে? এখনকার বিদায় আর তখনকার বিদায় হবে আকাশ পাতাল পার্থক্য।

ইতিহাস ঘাটলে দেখা যায় রিয়াদই একমাত্র টেস্ট ক্রিকেটার যিনি অভিষেক টেস্ট ৫ উইকেট ও বিদায়ী টেস্টে ব্যাট হাতে করেছেন ১৫০ রান। আশরাফুল বলছেন বাংলাদেশে ক্রিকেট যতদিন থাকবে রিয়াদের ততদিন রিয়াদের নাম থাকবে। তাই রিয়াদ যা করেছে শতভাগ সঠিক করেছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement