উত্তাপ ছড়াচ্ছে হারারে টেস্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিনে দেশ সেরা ব্যাটাররা ব্যর্থ হলেও দীর্ঘদিন পরে টেস্ট ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১১টি চার ও একটি ছয়ের সাহায্যে ১০৫ রান নিয়ে এখনও ক্রিজে রয়েছেন রিয়াদ। সব মিলিয়ে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেন রিয়াদ। ১৯৯ বলে এই ইনিংস রিয়াদ খেলেছেন ৫২ দশমিক ৭৬ স্ট্রাইক রেটে।
এদিকে নিজের ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন টাইগার পেস স্টার তাসকিন আহমেদ। ৬৯ বলে ৮ চারের সাহায্য অসাধারন এই ইনিংসটি খেলেন তাসকিন।