জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নেমেই এক নতরুন রেকর্ড গড়ে ফেললেন টাইরদের নির্ভরযোগ্য ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন রিয়াদ। ১৪ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেট যাত্রা শুরু করেন রিয়াদ।
রিয়াদের আগে ওয়ানডে ক্রিকেটে ম্যাচ খেলার দিক দিয়ে ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটার মুশফিকুর রহিম খেলেছেন ২২৭ টি ম্যাচ। মাশরাফি খেলেছেন ২২০ টি আন্তর্জাতিক ওয়ানডে। এর মধ্যে দুটি ম্যাচ খেলেছেন এশিয়া একাদশের হয়ে। সাকিব খেলেছেন ২১৪টি ওয়ানডে। দেশের হয়ে ২১৯টি ওয়ানডে ম্যাচ খেলে মাশরাফিকে ছাড়িয়ে গেছেন টাইগারদের ক্যাপটেন তামিম ইকবাল খান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগে ১৯৯ ম্যাচে ব্যাট হাতে রিয়াদ করেছেন ৪৪৬৯ রান। বল হাতে উইকেট নিয়েছেন ৭৬ টি।