শুরু এবং শেষ দুটোই হয়েছে জয় দিয়ে। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে মাঠ থেকে রাজার মতই বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিয়ারের ৫০ তম ম্যাচে তিনি করেছেছেন দুর্দান্ত ব্যাটিং। দলের চরম বিপদে হাল ধরেছেন, টাইগারদের দেখিয়েছেন জয়ের পথ। ব্যাট হাতে খেলেছেন ১৫০ রানের বিদ্বংসী ইনিংস। তাই বিদায় বেলায় রিয়াদের প্রতি সম্মান দেখিয়েছেন মুশফিকুর রহিম। ড্রেসিং রুমে রিয়াদের সাথে সেলফি তুলে পোস্ট করেছেন টাইগারদের আরেক ভরসা মুশফিকুর রহিম। ক্যাপশনে লিখেছেন “ রিয়াদ ভাই আপনাকে স্বাগতম, ৫০ তম টেস্টে ম্যান অফ দ্যা ম্যাচ হয়ে ম্যাচ বিজয়ী খেলা উপহার দেওয়ার জন্য।”
এছাড়াও বাংলাদেশের এই জয়ে ভুমিকার রাখা মিরাজ, শান্ত, লিটন, তাসকিন এবং সাদমাদেরও প্রশংসা করেন মুশফিকুর রহিম। এরকম আরও খেলা উপহার দিবেন তারা এমটাই কামনা করছেন বাংলাদেশের এই ডিপেন্ডেবল ব্যাটার।