১৯৯২ সালে “রাজু বানগেয়া জেন্টালম্যান” সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরুর পর থেকে শাহরুখের সিনেমা মানেই সুপার হিট। তার অভিনীত মুভি বাজারে আসার খবরে দর্শকরা অপেক্ষায় থাকেন অধীর আগ্রহে। আর মুক্তির পরে তো কথাই নেই। এবার নতুন রূপে আবারও নতুন এক ধামাকা নিয়ে আসছেন দ্যা কিং খান। প্রথমবারের মত একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের ডন সঞ্জয় দত্তের সাথে। শাহরুখের নতুন মুভি রাখি’তে সঞ্জয়ের সাথে জুটি বাঁধবেন এই বলিউড স্টার। দুজনই করবেন প্রধান চরিত্রে অভিনয়।
বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় ‘রাখি’ নামের সিনেমাটি শুধু হিন্দিতেই নয় আরও বেশ কয়েকটি ভাষায়ও মুক্তি দেওয়ার কথা রয়েছে। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের সঙ্গে ‘দিওয়াঙ্গি’ গানটিতে কয়েক মুহূর্তের জন্য দেখা গিয়েছিলো সঞ্জয়কে। এছাড়াও ২০১১ সালের ‘রা ওয়ান’ মুভিতে অতিথি শিল্পী হিসেবে একসাথে দেখা গিয়েছিলো রুপালী পর্দায়। কিন্তু এবার আর অতিথি শিল্প হিসেবে নয়, এই সিনেমারয় প্রধান চরিত্রেই অভিনয় করবেন সঞ্জয় দত্ত। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ২০২২ সালে বলিউড মুভি গুলোর মধ্যে ‘রাখি’ই হবে সবচাইতে বড় বাজেটের ছবি। সম্প্রতি চিত্রনাট্য পড়ে সঞ্জয় ও শাহরুখ দুজনেই