১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

রেকর্ড গড়েও ইংল্যান্ডকে জেতাতে পারলেন না লিভিংস্টোন

Advertisement

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে পাকিস্তান। ইংল্যান্ডের মাটিতে তাদের ৩১ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো পাকিস্তান। নটিংহ্যামে টস হেরে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হয় পাকিস্তানের ব্যাটাররা। বাবর আজমের ৮৫ ও রেজয়ানের ৬৩ রানের উপর ভর করে ২০ ওভার শেষে স্কোর বোর্ডে জড়ো করেন ৬ উইকেটে ২৩২ রান। জবাবে পাকিস্তানের দেওয়া ২৩৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটার লিভিংস্টোন রিতিমত ঝড় তোলেন। মাত্র ৪২ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেও শেষ পর্যন্ত জয় পায়নি ইংল্যান্ড।

লিভিংস্টোন সেঞ্চুরি করলেও আর কোন ইংলিশ ব্যাটার ব্যাট হাতে ভালো করতে পারেনি। শুধু জেসন রয় ৩২ রান করলেও বাকিরা কেউই স্পর্শ করতে পারেনি ২০ এর ঘর। ফলে ২০১ রানেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। আর ৩১ রানের জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যায় পাকিস্তান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement