২৭ জুলাই, ২০২৪, শনিবার

রোনালদোর প্রতিদ্বন্দ্বী ক্লাব মেসির জন্য টাকার থলি নিয়ে ঝাঁপাচ্ছে

Advertisement

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের লড়াইয়ের উত্তেজনা কি এবার হবে সৌদি আরবে? হলেও হতে পারে। আবার ক্রিশ্চিয়ানো রোনালদো-লিওনেল মেসির দ্বৈরথ দেখা যেতে পারে। আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হেলাল নাকি আর্জেন্টিনার অধিনায়কের জন্য টাকার থলি নিয়ে ঝাঁপাচ্ছে।

প্যারিস সঁ জারমঁর সাথে চুক্তি নাও বাড়াতে পারেন মেসি- ঘনিষ্ঠ মহলে তিনি নাকি তেমনই ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু বলেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসির প্যারিস ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ্যে আসতেই একাধিক ক্লাব তাকে নেয়ার নিতে আগ্রহ প্রকাশ করতে শুরু করেছে। আগ্রহী ক্লাবগুলোর অন্যতম সৌদি আরবের আল হেলাল। শোনা যাচ্ছে যে পরিমাণ টাকায় রোনালদোর সাথে আল নাসের চুক্তি করেছে, সেই একই পরিমাণ মেসির জন্য খরচ করতে প্রস্তুত আল হেলাল। এখনো অবশ্য তারা মেসির কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠায়নি।

সৌদি আরবের ফুটবলে এই দুই ক্লাবের লড়াই নয়। রোনালদোর সাথে আল নাসেরের চুক্তি সই হওয়ার পর আল হেলাল তাদের স্মারকের দোকানে মেসির নাম লেখা ১০ নম্বর জার্সি বিক্রি করতে শুরু করেছিল। ওই সময় মেসি দলে নেয়ার ইচ্ছার কথা জানাননি ক্লাবের কোনো কর্মকর্তাই। কেবল প্রচারের আলো প্রতিপক্ষ ক্লাব থেকে সরিয়ে নিতে সেই পরিকল্পনা করেছিল আল হেলাল কর্তৃপক্ষ।

অবশ্য, এবার নাকি তারা সত্যিই মেসিকে দলে নিতে ঝাঁপানোর পরিকল্পনা করেছেন। সৌদি আরবের ফুটবল সংস্থার প্রধান যদিও বলেছেন, ‘মেসি আমাদের দেশে খেলতে আসবে, এমন কিছু আমার জানা নেই। তেমন কিছু হলে সৌদির ফুটবল সংস্থার প্রধান হিসাবে লুকিয়ে রাখতাম না। তবে আমাদের ঘরোয়া লিগে কোনো মেসিকে খেলতে দেখলে খুশিই হব। আমরা সব সময়ই আমাদের ফুটবলের উন্নতি চাই। রোনালদো আর মেসিকে আবার একই লিগে খেলতে দেখতে কে না চায়? এমন কিছু সত্যিই হতে চলেছে কিনা জানা নেই।’

এদিকে মেসিকে অন্তত আরো এক বছর ধরে রাখতে চায় পিএসজি। এর আগে মেসিও ২০২৪ সালের আগে নতুন কিছু না ভাবার কথা জানিয়েছিলেন। পিএসজির পর তিনি আমেরিকার মেজর সকার লিগে খেলতে পারেন বলে জল্পনা রয়েছে। আর্জেন্টিনার অধিনায়ক অবশ্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি আনুষ্ঠানিকভাবেভাবে। আবার পিএসজির নতুন চুক্তির প্রস্তাবে এখনো সম্মতি জানাননি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement