প্রথম কোন বাংলাদেশি হিসেবে অলিম্পিকে সরাসরি অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করে পুরোদেশকে তাক লাগিয়ে দিয়েছিলো আর্চার রোমান সানা। তার পথই ধরেছেন বাংলাদেশের নারী আর্চার দিয়া। তবে টোকিও অলিম্পিকে দিয়া সুযোগ পেয়েছেন ওয়াইল্ড কার্ড নিয়ে।
সোমবার অলিম্পিক গেমস ফাইনাল কোয়ালিফিকেশনের শেষ দিনে বাংলাদেশ আর্চারি ফেডারেশন জানায়, তিন দেশের তিন আর্চারের সাথে দিয়াও মননিত হয়েছেন ওয়াইল্ড কার্ডের জন্য এবং তিনি টোকিও অলিম্পিকে রোমান সানার সঙ্গী হচ্ছেন।