২৭ জুলাই, ২০২৪, শনিবার

রমিজ রাজাই হলেন পিসিবির চেয়ারম্যান

Advertisement

বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পিসিবের চেয়ারম্যান হলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। এর আগে মাঠে খেলে বিশ্বকাপ জিতেছেন এবার রমিজ বিশ্বকাপ জিতবেন পিসিবির চেয়ারম্যানের পদে থেকে। গেলো একযুগ থেকে এহসান মানি পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

সোমবার, লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বিশেষ সভায়, বিনা প্রতিদ্ধন্তিতে পিসিবির চেয়ারম্যানের পদ পায় রমিজ। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য পিসিবির প্রধান নির্বাচিত হলেন তিনি।

এর আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয় থেকে রমিজ রাজাকে পিসিবির বোর্ড অব গভর্নর হিসেবে মনোনীত করা হয়। এর পরবর্তী ধাপই মূলত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া। সেই প্রক্রিয়াতেই এবার পিসিবির চেয়ারম্যান হলো রমিজ। গেলো তিন বছর হলো। পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এহসান মানি। গত ২৬ আগস্ট পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় সাবেক এ পাকিস্তানি বোলারের।

এরপরই এক সময়ের সতীর্থ রমিজ রাজাকে পিসিবির চেয়ারম্যান করার প্রস্তাব দেন ইমরান খান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement