২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

লকডাউনে দোকান খোলা রাখলে লাইসেন্স বাতিল:মেয়র আতিক

Advertisement

লকডাউন উপেক্ষা করে দোকানপাট খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

সোমবার সকালে বিজয় সরণি মোড়ে ফোয়ারা পরিদর্শন শেষে তিনি একথা জানান।

আতিকুল ইসলাম বলেন, “নিজের জন্য, নিজের পরিবারের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে পারি তাহলেই সবাই মিলে ভালো থাকতে পারবো। এসময় সবার সচেতনতাটাই জরুরি। আর এই করোনাকালে সবার জন্য কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, যদি কারও ত্রাণের প্রয়োজন হয় সেক্ষেত্রে ৩৩৩ নম্বরে কল দিলেই ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এছাড়া নির্দিষ্ট সময়ের পর দোকানপাট কেউ খোলা রাখতে পারবে না। কেউ যদি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ডিএনসিসি। ”

মেয়র আরো বলেন, বিজয় সরণি মোড়ে যানচলাচল ও যানজট নিরসনে আন্ডারপাস করার পরিকল্পনা করছেন উত্তর সিটি করপোরেশন। এছাড়া সকল মোড়গুলোকে কিভাবে কানেকটিভিটির মাধ্যমে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে চিন্তা করছে উত্তর সিটি করপোরেশন।

এ সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানান মেয়র আতিকুল ইসলাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement