করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলায় খন্ড খন্ডভাবে বিশেষ লকডাউনের ব্যবস্থা করেছেন কোভিড-১৯ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। সম্প্রতি সাতক্ষীরাতে আগামী শনিবার এবং রাজশাহীতে আজ বৃহস্পতিবার থেকে লকডাউনের বিশেষ বিধিনিষেধ দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ১০ দিন ধরে বিশেষ লকডাউন চলছে। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে নওগাঁ, নাটোর, রাজশাহী, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউন ঘোষণার সুপারিশ করেছে।
উল্লেখ্য, সীমান্তবর্তী সাতক্ষীরা জেলার সদর হাসপাতালে কোনো করোনা ইউনিট নেই। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিট থাকলেও সেখানে রয়েছে শয্যা সংকট। ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের সঙ্গে যারা আসছেন, তাদের ব্যাপারেও সতর্ক অবস্থান নেওয়া দরকার ।এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহীতে নতুন করে আরো ছয়টি বিধিনিষেধের কথা বলা হয়েছে।। বৃহস্পতিবার থেকে প্রতিদিন রাজশাহীতে শপিংমল, দোকানপাট ও অন্যান্য সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ থাকবে । তবে ওষুধ, জরুরি প্রয়োজনীয় দ্রব্য, চিকিৎসা সেবা এবং দাফন ও সৎকারে প্রয়োজনীয় দ্রব্যের জিনিস এর আওতা বহির্ভূত থাকবে। অন্যদিকে বলা হয়েছিলো বিশেষ লকডাউনে চাঁপাইনবাবগঞ্জে কোনো পরিবহন ঢুকতে এবং বের হতে পারবে না।