সিরিজটা আগেই জিতে নিয়েছে ইংল্যান্ড। এবার সেই সাফল্যের সাথে যুক্ত হলো আরোও একটি পালক। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের টি টোয়েন্টি ফর্মটাও দেখিয়ে দিলেন বেয়ারস্টোরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রিতিতম শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো ইংল্যান্ড। ৮৯ রানের জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড।
শনিবার সাউদাম্পটনে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮০ রান তোলে ইংল্যান্ড। ৪৮ বলে ৭৬ রান করেন মালান। ৪ ছয় ও ৫ চারে এই ইনিংস সাজান তিনি। বেয়ারস্টো ৪৩ বলে খেলেন ৫১ রানের ইনিংস। তার ইনিংস সাজিয়েছিলেন ৫চার ও এক ছয়ে। শ্রীলঙ্কার হয়ে ১৭ রানে চার উইকেট তুলে নেন দুশমন্থ চামিরা।
১৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ৫০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে পারাজয়ের দিকে হাঁটতে থাকে তারা। পরে ইংলিশ বোলারদের দাপটে মাত্র ৯১ রানে অলআউট হয় লঙ্কানরা। সফরকারিদের হয়ে সর্বোচ্চ ২০ রান করেন ফার্ণান্দোস। ডেভিড উইলি তিনটি ও সিরিজসেরা স্যাম কারেন নেন দুই উইকেট।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডেভিড মালান।
সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলংকা
ইংল্যান্ড : ১৮০/৬ (২০ ওভার)
মালান ৭৬, বেয়ারস্টো ৫১
চামিরা ১৭/৪, বিনুরা ২৬/১
শ্রীলংকা: বিনুরা ২০, ওশাদা ১৯
উইলি ২৭/৩, কারান ১৪/২
ফল: ইংল্যান্ড ৮৯ রানে জয়ী
সিরিজ: ইংল্যান্ড ৩-০ ব্যবধানে জয়ী।