শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ প্রকাশ করে রেজিস্ট্রেশন করেছে বাংলাদেশের ৫ ক্রিকেটার। এক ইমেল বার্তায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কে স্পোর্টসকে জানায় বাংলাদেশ থেকে সাকিব আল হাসান নিশ্চিত খেলছেন এবারের এলপিএল সিজন “টু” তে এছাড়াও তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদি মিরাজ লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তামিম, তাসকিন লিটন ও সৌম্যকে চুড়ান্ত নির্বাচনের জন্য তালিকায় রাখা হয়েছে। এছাড়া বাকিদের প্লেয়ার ড্রাফটের মাধ্যমে সিলেক্ট করবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এছাড়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটাররা এলপিএলে অংশ নেওয়ার জন্য তাদের কাছে আবেদন পাঠিয়ে বলে কে স্পোর্টসকে জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।