জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় দেশ ছেড়েছিলো বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় ২২ ঘণ্টা জার্নির পর জিম্বাবুয়ে ন্যাশনাল এয়ারপোর্টে লাগেজ জটিলতায় পরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাথে কর্মকর্তা যারা আছেন তাদেরও লাগেজ মিসিং। শেষ পর্যন্ত বাধ্য হয়েই লাগেজ ছাড়াই হোটেলে চলে যায় জাতীয় দল।
জিম্বাবুয়েতে পৌঁছানোর প্রায় ১২ ঘণ্টা পেড়িয়ে গেলেও এখন পর্যন্ত দলের সাথে থাকা কেউই তাদের লাগেজ বুঝে পায়নি। বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় টাইগারদের লাগেজ উদ্ধারে কাজ করা হচ্ছে। কিন্তু কখন লাগেজ হাতে পাওয়া যাবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয় তারা। প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা হলো এক কাপড়েই ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ দল। কিছুটা আক্ষেপও তৈরি হচ্ছে তাদের মনে।
আজকের দিনটা কোয়ারেন্টাইনে থাকতে হবে পুরো দলকে আর ১ জুলাই করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসলে পুরো দল নিয়ে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে মুমিনুলের দল।