১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

লিওনেল এখন মুক্ত পাখি

Advertisement

ভয় ছিলো এই বুঝি চলে গেলো। ক্লাবের এই ভয় যতটা না ছিলো বার্সা সাপোর্টারদের ততটাই বেশি ভয় কাজ করতো মেসিকে নিয়ে। সেটাই হয়েছে ৭ হাজার ৫০৪ দিনের সম্পর্ক শেষ করলো মেসি। সে খন ফ্রি যে কোন দল এখন মেসিকে নিযে নিতে পারে। সর্বশেষ চুক্তি অনুযায়ী মেসির সাথে বার্সেলোনার সম্পর্ক থাকার ছিলো ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। আজ জুলাইয়ের ১ তারিখ তাই মেসি এখন আর বার্সেলোনার কেউ না। চুক্তি শেষ হওয়ার আগে বার্সেলোনার নতুন প্রেসিডেন্ট জন লাপোর্তা নতুন চুক্তির বিষয়ে বেশ কয়েকবার চেষ্টা করলেও তা কাজে আসেনি।

ক্যাম্প ন্যু বলছে, মেসির সাথে নতুন চুক্তি না করা মানে এই নয় যে মেসি বার্সা ছাড়ছেন। ক্যাম্প ন্যু সংশ্লিষ্টরা বিশ্বাস করেন, নতুন করে কাগজ-কলম হাতে নেবেন ছয়বারের ব্যালন ডি অর জয়ী। গায়ে তুলবেন নীল-লাল জার্সি। তবে মেসিকে এখন আর বার্সা ফুটবলার বলা যাবে না।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement