ওমেন ফুটবল লিগে আবারও শিরোপা নিজেদের ঘরে তুলেছে বসুন্ধরা কিংসের মেয়েরা। কমলাপুর ফুটবল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে জামালপুরের মেয়েদের ১৮-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। কৃষ্ণা রানী সরকার করেছেন ৫ গোল। শামসুর নাহার জুনিয়র করেন চারটি। সাবিনা খাতুনের পায়ে থেকে আসে তিন গোল। সানজিদা আক্তার করেন দুটি গোল। এছাড়া একটি করে গোল করেন মনিকা চাকমা, আনাই মোগিনি ও কামরুনাহার।