প্রথম টেস্ট সেঞ্চুরিটা করা হলো না লিটন দাসের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ও একমাত্র টেস্টে যখন দেশের ব্যাটাররা যাওয়া আসায় ব্যাস্ত ছিলেন তখন লিটন দাস ছিলেন সবার থেকে আলাদা। তবে মাত্র ৫ রানের জন্য তার টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক বঞ্চিত হয়েছেন তিনি। ২৪ টেস্টে ৮টি ফিফটি করলেও এখনও সেঞ্চুরির মুখ দেখেননি এই টাইগার ব্যাটার।
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে তিনি ৯৫ রান করে আউট হয়েছেন ত্রিপানোর বলে। ১৪৭ বলে তিনি এই রান করতে মেরেছে ১৪টি বাউন্ডারি। কোন ছয়ের মার ছিলো না তার ইনিংসে।
এদিকে টেস্ট দলে অনিয়মিত মাহমুদুল্লা তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৬ তম হাফসেঞ্চুরি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৪১ বলে ৫৪ রানে ব্যাট করছেন রিয়াদ।