১৪ মে, ২০২৪, মঙ্গলবার

চোখের ডার্ক সার্কেল ও ত্বকের যত্নে শশার ব্যবহার

Advertisement

ত্বকের যত্নে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ শসা ব্যবহার করতে পারেন। শশা ত্বকের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তার পাশাপাশি ব্রণ ও রোদে পোড়া দাগ দূর করতেও অতুলনীয়।

উজ্জ্বল ত্বকের জন্য শসার ব্যবহার

এক টুকরোশসার শসা ছেঁচে তা মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগান। তারপর ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতি সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

শুষ্ক ত্বকের জন্য শসার ব্যবহার-

১ টেবিল চামচ দুধের সর এবং ৩ টেবিল চামচ শসার রস একসাথে মিশ্রণ করে তা গলা ও মুখের ত্বকে লাগিয়ে রাখুন। ঠিক ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। যা রুক্ষ ও শুষ্ক ত্বকের প্রাণ ফেরাবে।

তৈলাক্ত ত্বকের যত্নে শসার ব্যবহার-

বেশির ভাগ ব্রণ দেখা যায় তৈলাক্ত ত্বকে। এজন্য ৩ টেবিল চামচ শসার রসের সাথে ২ টেবিল চামচ বেসন ও ১ টেবিল চামচ বাটার মিল্ক একসাথে মিশ্রণ করেন। ঠিক আধ ঘন্টা পর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে।

রোদে পোড়া দাগ দূর করতে শসার ব্যবহার-

১ টেবিল চামচ ডিমের সাদা অংশে এবং১ টেবিল চামচ শসার রস এবং তার সাথে ১ টেবিল চামচ দই মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন। ঠিক ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

চোখের নিচের কালো দাগ দূর করতে শসার ব্যবহার-

আমাদের অনেকের চোখের নিচে বা আশেপাশে কালো দাগ থাকে। সে জন্য অনেকে আবার বিভিন্ন নামি-দামি কোম্পানীর ক্রীম ব্যবহার করে থাকেন। তবে সে সমস্যা অনেকটা সমাধান করা যায় ঘরোয়া পদ্ধতিতে। চোখের আশেপাশের কালচে দাগ দূর করতে চাইলে ফ্রিজের ঠাণ্ডা শসা স্লাইস করে চোখের ওপর দিয়ে রাখুন ২০ মিনিট। প্রতিদিন এভাবে ব্যবহার করলে ধীরে ধীরে কমে যাবে চোখের নিচে বা আশেপাশে থাকা কালো দাগ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement