সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এবার চাইলে শারীরিক উপস্থিতিতেও শুনানিতে অংশ নিতে পারবেন সংশ্লিষ্টরা। রোববার রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর আগে, হাইকোর্টের সকল বেঞ্চ ভার্চুয়ালি বিচার কার্য শুরু করেছিলো বিগত ১১ই আগস্ট থেকে।
গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ অবস্থায় রোববার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের যেসব বেঞ্চ শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক সেসব বেঞ্চ কর্তৃক নির্ধারিত তারিখ থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণপূর্বক প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণক্রমে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। “ নিচে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির লিংকটি দিয়ে দেয়া হলো।