২৭ জুলাই, ২০২৪, শনিবার

বেতন নিয়ে অভিভাবকদের যেন চাপ দেওয়া না হয়- শিক্ষামন্ত্রী

Advertisement

শিক্ষার্থীদের বেতন নিয়ে অভিভাবকদের চাপ না দিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অন্যদিকে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা অন্যান্য খরচ কমিয়ে সন্তানদের বেতন আগে পরিশোধ করতে পারেন। বেতনের টাকা কিন্তু খুব বেশি নয়।

আজ ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে এসে  শিক্ষামন্ত্রী আরও বলেন, এ সময় করোনা পরিস্থিতি ও ডেঙ্গুর প্রকোপ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় কোনো ব্যত্যয় বা অনিয়ম পেলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণ কমায় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছি। এখন শুধু করোনা নয় সিজন চলছে ডেঙ্গুরও। ডেঙ্গু মশা কামড়ের সময়ই শিক্ষার্থীরা ক্লাসে থাকে। এজন্য তাদেরকে বলবো ফুলহাতা জামা পরে আসার জন্য। এ সময়টাতে শিক্ষার্থীদের স্কুল নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) নিয়ে কড়াকড়ি না করাই ভালো।

 শিক্ষামন্ত্রী সন্তানদের স্কুলে দিয়ে অভিভাবকদের গেটের সামনে ভিড় না করার অনুরোধ জানান। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে অভিভাবকদের সামাজিক তদারকি করার আহ্বান জানান তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement