ভারতের সেরাম ইনস্টিটিউট খুব শিগগিরই করোনাভাইরাসের টিকা রপ্তানি শুরু করতে পারে বলে জানা গেছে। প্রাথমিক ভাবে জুলাইয়ের শেষ নাগাদ অথবা আগস্ট মাস থেকে পূর্বেই বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের ক্রয়কৃত টিকা সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
এদিকে গতকালই (বুধবার) বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠক বসেন তিনি। তবে বৈঠক শেষে কোনও পক্ষই কিছু জানায়নি।
বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করার কথা ছিল ভারতীয় সেরাম ইনস্টিটিউটের। তবে এখন পর্যন্ত মাত্র ৭০ লাখ টিকার ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশকে ৫০ লাখ টিকা সরবরাহ করার কথা থাকলেও, হঠাৎ করেই ভারতের করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় টিকা সরবরাহ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।