বরিশালের মুলাদী ও হিজলা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো— মুলাদী উপজেলার চরডিক্রি এলাকার আবুল কাসেম সরদারের ছেলে মোহাম্মদ হোসাইন (৪) ও হিজলা উপজেলার চরপত্তনীভাঙা এলাকার সোহেল মাতব্বরের মেয়ে মোছাম্মদ আছিয়া (২)।
মৃতের স্বজনরা জানিয়েছেন, শনিবার বিকালে হোসাইন বাড়ির পাশেই খেলা করছিল, কিছুক্ষণ পর তার সন্ধান না পেয়ে তারা খুঁজতে নামেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখে পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই হোসাইনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, পরিবারের সবার অগোচরে আছিয়া ঘর থেকে বাইরে বের হয়ে যায়। তার সন্ধান না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।