১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

শুক্কুরের ব্যাটে ভর করে বৃষ্টি আইনে জয় পেলো মোহামেডান

Advertisement

ঢাকা প্রিমিয়ারলিগ ক্রিকেটে জয় পেয়েছে মোহামেডান। বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে বৃষ্টি আইনে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৯ রানের জয় পায় ঢাকার জায়ান্টরা।

দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রান। ইরফান শুক্কুর করেন ৬৮ রান। ১৬১ স্ট্রাইক রেটে ৩ চার ও ৫টি ছয়ে শুক্কুর সাজান তার ইনিংসটি। দলের আরেক ব্যাটার আব্দুল মাজিদ করেছেন ২৯ রান। ডিওএইচএসের বোলার রাকিবুল হোসেন নেন ২ উইকেট।

মোহামেডানের দেওয়া ১৭০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল ডিওএইচএস। তবে ১৬ ওভারে যখন তাদের রান ছিলো ৪ উইকেটে ১১৫ তখনই হানা দেয় বৃষ্টি। আর তাতেই কপাল খুলে যায় মোহামেডানের। বৃষ্টি আইনে ৯ রানে হেরে যায় ডিওএইচএস। দলের পক্ষে মাহমুদুল হাসান ২৪, আনিসুল ইসলাম ইমন ২৩ ও মোহাইমিনুল খান অপরাজিত ২০ রান করেন। মোহামেডানের পক্ষে দুটি উইকেট শিকার করেন শুভাগত হোম।

সংক্ষিপ্ত স্কোর
টস : ওল্ড ডিওএইচএস
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ১৫৩/৫ (২০ ওভার)
শুক্কুর ৬৮*, মজিদ ২৯, নাদিফ ১৪
রকিবুল ৩০/২, আলিস ২১/১

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব : ১১৫/১ (১৬ ওভার)
মাহমুদুল ২৪, ইমন ২৩
শুভাগত ২৫/২, তাসকিন ১২/১
ফল : ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোহামেডান ৯ রানে জয়ী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement