২৭ জুলাই, ২০২৪, শনিবার

শুরুর আগেই শেষ ওয়ানডে সিরিজ

Advertisement

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পরপরই আবারও একটি সিরিজ স্থগিতাদেশ পেল। এবার অবশ্য নিরাপত্তাজনিত কারণে নয়, সিরিজ স্থগিত হয়েছে জৈব সুরক্ষা বলয়ে করোনা হানা দেওয়ায়।

তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দল এখন পাকিস্তান সফরে। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের দিন অবশ্য ঘোষণা এল, ওয়ানডে সিরিজ এবার মাঠে গড়াচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করে, সফরকারী দলে করোনা হানা দেওয়ার কারণে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ পিছিয়ে যাচ্ছে। সিরিজটি আগামী জুলাইয়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড।

ফলে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই ক্যারিবীয়রা দেশের পথ ধরবে। সফরকারী দলের সবাই অবশ্য এখন দেশে উড়াল দিতে পারবেন না। যারা করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন, তারা দেশে ফিরবেন করোনা নেগেটিভ হওয়ার পর। আপাতত পাকিস্তানেই চলবে তাদের চিকিৎসা।

পাকিস্তান সফরে এসে ওয়েস্ট ইন্ডিজের ৩ ক্রিকেটার ও ১ স্টাফের দেহে করোনা শনাক্ত হয়। টি-টোয়েন্টি সিরিজ চলাকালে আরও ৫ জনের দেহে মিলে করোনা। এরপর শঙ্কা জাগলেও নির্ধারিত সময়েই মাঠে গড়ায় তৃতীয় টি-টোয়েন্টি। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এল ওয়ানডে সিরিজ স্থগিতের খবর।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement