২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন তামিম; সাকিবও মেলে ধরতে পারলেন না নিজেকে

Advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ডাক মেরে নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন তামিম ইকবাল। তিনই এখন বাংলাদেমের ক্রিকেটে সবচাইতে বেশিবার শূণ্য রানে আউট হওয়া ক্রিকেটার। এর আগে সবচাইতে বেশি ডাক মারার রেকর্ড ছিলো মাশরাফির। কিন্তু সে রেকর্ড এখন নিজের করে নিয়েছেন টাইগারদের নতুন ক্যাপ্টেন। দলের আরেক সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান আউট হয়েছেন ১৯ রানে। আর মহাম্মাদ মিথুন ফিরেছেন ১৮ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ বা শূন্য (বাংলাদেশিদের মধ্যে)
১. তামিম ইকবাল – ৩৪টি
২. মাশরাফি বিন মুর্তজা ৩৩টি
৩. মোহাম্মদ আশরাফুল ৩১টি
৪. মুশফিকুর রহিম – ২৬টি
৫. হাবিবুল বাশার – ২৫টি

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ‘ডাক’ বা শূন্য (বাংলাদেশিদের মধ্যে)
১. তামিম ইকবাল – ১৯টি
২. হাবিবুল বাশার ১৮টি
৩. মাশরাফি বিন মুর্তজা ১৫টি
৪. মোহাম্মদ রফিক – ১৫টি
৫. মোহাম্মদ আশরাফুল ১৩টি

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement