উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে রাজর্ষি দে এর পরিচালনায় ‘মায়া’ সিনেমাটির নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে ১২ জুলাই থেকে। এই সিনেমার মাধ্যামেই কলকাতার সিনেমায় যাত্রা শুরু হতে যাচ্ছে মিথিলার।
মায়া নামের এই সিনেমাটিতে তিনটি ভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করার মত কঠিন এক কাজ করতে হবে মিথিলাকে। তবে পরিচালক রাজর্ষি দে মিথিলার কিছু কাজ দেখে এমন চরিত্রের জন্য মিথিলাকেই নির্বাচন করেছেন এবং আস্থাও রেখেছেন। এমনকি চিত্রনাট্য লেখার সময় পরিচালক রাজর্ষি মিথিলাকে ভেবেই মায়া চরিত্রটির কাহিনী সাজিয়েছেন। তবে এই ছবিতে যে মিথিলা অভিনয় করবেনই এমন কোনকিছুই স্পষ্ট করে বলেননি মিথিলা।
এই সিনেমায় আরও যারা অভিনয় করবেন তার হলেন গৌতম চক্রবর্তী, রাহুল, তনুশ্রী চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, কনিনীকা ব্যানার্জি, রনিতা দাশ সহ আরও অনেকে।