২৭ জুলাই, ২০২৪, শনিবার

শেষ পর্যন্ত দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে; শুক্রবার দুপুরে মুখোমুখি হবে দুই দল

Advertisement

সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল রিতিমত ঝড় তুলেছিলেন, এর অন্যতম কারণ তখন পর্যন্ত ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে। তাইতো লাজলজ্জ ভুলে তামিম বলেই ফেলেছিলেন “এ এক আজব কাহিনী” প্রথম ম্যাচের ২৪ ঘণ্টার কম সময় বাকি এখনও দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে। আমি আসলেও খুব বেশি অবাক হচ্ছি। এর কয়েক ঘণ্টা পরেই অবশ্য দল দিয়েছে জিম্বাবুয়ে। ম্যাচের ১৫ ঘন্টা আগে ঘোষিত ১৬ সদস্যের দলে সুযোগ পেয়েছে তিন নতুন মুখ। তাডিওয়ানাশে মারুমানি, ডিয়ন মায়ার্স ও মিল্টন শুমবাদের দলের অধিনায়কের দায়িত্ব দেঔয়া হয়েছে অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে। শেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনে করোনার কারণে টেস্টে খেলা হয়নি, ওয়ানডেতেও দলে রাখা হয়নি তাদের। তবে দলে পিরেছেন সিকান্দার রাজা।

বাংলাদেশের বিপক্ষে ১৬ সদস্যের জিম্বাবুয়ের দল:
ব্রেন্ডন টেলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেজিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকাময়ে, ওয়েসলি ম্যাডভেরে, টিমিসেন মারুমা, তাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা, সিকান্দার রাজা, মিল্টন শুমবা ও ডোনাল্ড তিরিপানো।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার দুপুর দেড়টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement