দুই সন্তানকে ইমাম বানাতে চান চিত্রনায়ক অনন্ত জলিল ও বর্ষা। তাদের দুজনেরই ইচ্ছা তাদের দুই সন্তানকে মদিনা ইউনিভার্সিটিতে পড়ানোর সেই ক্ষেত্রে বর্ষা সন্তানদের মদিনাতেই থাকবেন। নিজেরা সিনেমা করলেও সন্তানদের এই পেশায় আনতে চাননা তারা। গণমাধ্যমে বর্ষা বলেন, আমরা সিনেমা প্রফেশন হিসেবে করি না, আমরা সিনেমা করি সখে তাই সন্তানদের এই জগতে আনানোর কোন প্রশ্নই আসে না।
এসময় অনন্ত জলিল বলেন, আমাদের মন সাদা, আমরা সবসময় সত্যের পথে চলি, মিথ্য কিছুদিনের জন্য হয়তো থাকে কিন্তু সারাজীবনের জন্য সত্যই প্রতিষ্ঠিত হয়। তাই সন্তানদের আমরা আদর্শবান হিসেবে গড়ে তুলতে চাই। এর পরেই বর্ষা বলেন আমার ইচ্ছে আমার সন্তানরা মদিনার বড় শেখ হবে।