১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার পদ শূন্য

Advertisement

দেশে সরকারি চাকরিতে ৩ লাখ ৮০ হাজার ৯৫৫টি পদ শূন্য। এর মধ্যে তৃতীয় শ্রেণির স্তরেই প্রায় দুই লাখ পদ শূন্য রয়েছে।

সরকারি চাকরিজীবীদের তথ্যসংক্রান্ত ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ ১৮ লাখ ৮৫ হাজার ৮৬৮ জন। এর মধ্যে কর্মরত ১৫ লাখ ৪ হাজার ৯১৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ১৪ হাজার ৪১২ জন।

প্রতিবেদনের তথ্য বলছে, শূন্য পদের মধ্যে রয়েছে প্রথম শ্রেণির পদ ৪৬ হাজার ৬০৩ টি, দ্বিতীয় শ্রেণির পদ ৩৯ হাজার ২৮ টি, তৃতীয় শ্রেণির পদ ১ লাখ ৯৫ হাজার ৯০২ টি এবং চতুর্থ শ্রেণির পদ ৯৯ হাজার ৪২২ টি। প্রতিবেদনে কর্মকর্তা ও কর্মচারীসংক্রান্ত অন্যান্য তথ্যও রয়েছে।

এদিকে ওই প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের হিসাব অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অধীনে ৫৯২টি প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের মোট জনবল ৪৭ হাজার ৩২৩ জন।

এছাড়া পাঁচ জেলা প্রশাসক কার্যালয়ে ১০টি চলমান প্রকল্পে মোট জনবল ৯০০ জন কর্মরত রয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement