২৭ জুলাই, ২০২৪, শনিবার

সলিল সমাধি হল ২ বোনের প্রকৌশলী হওয়ার স্বপ্ন

Advertisement

শালগজারি ঘেরা প্রকৃতির স্নিগ্ধতা মেশানো সবুজ-শ্যামলে ভরা গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড় মির্জাপুর ইউনিয়নের নিভৃত গ্রাম পানশাইল। গ্রামটির পাশ দিয়ে বয়ে যাওয়া লবণদহ খালটি গিয়ে মিশেছে তুরাগ নদীতে। তুরাগ-লবণদহ মোহনার কাছেই পরিবার নিয়ে বাস করেন সোলায়মান হোসেন। সোলায়মানের সংসারে অর্থনৈতিক অসচ্ছলতা থাকলেও ভালোবাসার কমতি ছিল না। সংসারে স্ত্রী আকলিমা, দুই কন্যা রিচি ও রিয়াকে নিয়ে সুখেই কাটছিল তার। ছেলে না থাকার আক্ষেপ দূর হয়েছিল রিচি-রিয়ার ভালোবাসার কাছে। কিন্তু সোলায়মান পরিবারের সেই সুখ সহ্য হয়নি পাশেই বয়ে যাওয়া লবণদহ খালটির।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ওই খালই টেনে নিয়েছে সোলায়মানের দুই মেয়ে রিচি ও রিয়াকে। আরও ভেসে গেছে প্রতিবেশী হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার ও মঞ্জুর আলমের মেয়ে মায়া বেগমও। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে রিচি, আইরিন ও মায়ার মরদেহ এবং এক দিন পর মঙ্গলবার বিকেলে রিয়ার মরদেহ উদ্ধার করে।
সাদিয়া আক্তার রিচি ও রিয়া আক্তারের বড় মামা একজন প্রকৌশলী। ছোটবেলা থেকেই মামাকে দেখে প্রকৌশলী হওয়ার স্বপ্ন জেঁকে বসে তাদের মনে। সোলাইমান মিয়া ও আকলিমা আক্তার দম্পতির সন্তান বলতে এ দু’জনই। এই দম্পতির ছেলে সন্তানের আক্ষেপ থাকলেও দু’বোন তাদের ভালোবাসা দিয়ে বাবা ও মায়ের আক্ষেপ দূর করেছিলেন। মেধাবী দু’বোন লেখাপড়ায় ছিল খুবই মনোযোগী। বিদ্যালয়ে প্রতিটি শ্রেণিতে মেধা তালিকাতেও তারা ছিল প্রথম স্থানে। তাদের নিয়ে বাবা ও মায়েরও ছিল সে কী আনন্দ! অথচ চোখের সামনেই বাড়ির পাশের খালে সলিল সমাধি হল সোলাইমান ও আকলিমা দম্পতির সন্তানদের প্রকৌশলী হওয়ার স্বপ্ন। সাথে থমকে গেল বাবা ও মায়েরও স্বপ্ন।
রিয়ার বাবা সোলাইমান মিয়া বলেন, তিনি একজন কৃষক। টানাপোড়েনের সংসারে মেয়েদের নিয়েই সুখের গল্প তৈরি করতে চেয়েছিলেন। তারা বলতো, আমরা দু’বোন প্রকৌশলী হয়ে সংসারে সচ্ছলতা আনব। তোমাদের মুখে হাসি ফোটাব। তবে একটি দুর্ঘটনা সব শেষ করে দিল।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ জাকি বলেন, মৃতরা সাঁতার না জানায় এমন দুর্ঘটনার শিকার হয়েছে। একজন পানিতে ডুবে গেলে অন্যান্যরা তাকে বাঁচাতে যান। পরে একে একে চারজনই ডুবে যান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement