মাদক মামলায় প্রায় একমাস হাজত বন্দি ছিলেন ঢাকায় সিনেমার চিত্রনাইকা পরীমণি। জেল থেকে বের হয়েই নতুন মিশনে নেমে পড়েছেন পরিমণি। আবারও সেই ক্যামেরা সেই একশন, লাইটের সামনে দাঁড়িয়েছেন পরী। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন পরীমনি। মঙ্গলবার ও বুধবার এই মুভিটির ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি।
অনেকদিন পর কাজে ফিরে বেশ আনন্দিত এই নায়িকা। এ প্রসঙ্গে পরীমণি গণমাধ্যমে বলেন, কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে সিনেমার জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি সিনেমার মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই।
‘মুখোশ’ সিনেমায় পরীমনির সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান। এতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এদিকে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে পরীমনি ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের দৃশ্যধারণে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।