বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সাইফউদ্দিনের জোড়া আঘাতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। দলীয় ১৬ রানে মোস্তাফি, ফিন এলানকে ফেরানোর পর জুটি বাঁধার চেস্টা করছিলো কিউই ব্যাটাররা কিন্তু সাইফউদ্দিনের সামনে দাঁড়াতেই পারেনি।
দলীয় ৪৬ রানে নিউজিল্যান্ডের টানা দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে পেরান সাইফউদ্দিন। ইয়াং ২০ রানে আউট হলেও কলিন ডি গ্র্যান্ডহোমকে সাইফ ফিরিয়েছেন শূন্যরানে।
এর পরেই নিজের শততম ম্যাচে বল হাতে তুলে নেন রিয়াদ। উইকেটে সেট হতে চেস্টা করা রাচিন রাভিন্দ্রকে ফিরিয়ে কিউইদের আরও বিপদে ফেলেন রিয়াদ। পের দীলয় ৬২ রানে টাইগারদের স্পিনার মেহদী হাসানের আঘাতে নিউজিল্যান্ড পরিণত হয় ৫ উইকেটে ৬২ রানে।
এই রিপোর্ট লেখ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৭০ রান।